হাওরে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ছাত্র, ২২ ঘণ্টায়ও মেলেনি খোঁজ

প্রকাশিত:শনিবার, ০৬ জুলা ২০২৪ ১০:০৭

হাওরে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ছাত্র, ২২ ঘণ্টায়ও মেলেনি খোঁজ

সমগ্র দেশ ডেস্ক: নিখোঁজ আবিদুর রহমান চট্টগ্রামের রাউজানের মোবারকখীল হালদার খান চৌধুরী বাড়ির অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।

শনিবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিস আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবক আবিদুর রহমান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেখান থেকে কিশোরগঞ্জে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় হাওরে গোসলে নামলে পানিতে তলিয়ে যান। আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ