নাটোর বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশিত:শনিবার, ০৬ জুলা ২০২৪ ০১:০৭

নাটোর বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

সমগ্র দেশ ডেস্ক: এ ঘটনায় এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজ (৩৪) ও রাসু (৩২) ও রানা (৩৭)।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার ঘটনায় তার স্ত্রী সুলতানা পারভীন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে বিএনপির কার্যালয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে আসার সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে শহিদুল ইসলাম বাচ্চুর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিনই ঢাকায় রেফার্ড করা হয়।

শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার কিছুক্ষণ পরেই সমাবেশস্থলে পুনরায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সমাবেশের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ৬ নেতা আহত হন।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, স্থানীয় সংসদ সদস্যর (শফিকুল ইসলাম শিমুলের) পালিত সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। শহিদুল ইসলাম বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ সংক্রান্ত আরও সংবাদ