২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জুলা ২০২৪ ০১:০৭
ক্রীড়াঙ্গণ ডেস্ক: বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় আজ (বৃহস্পতিবার) মারুফা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের এবারের প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারবো। ভাইয়েরা (বিশ্বকাপে টাইগার পেসাররা ভালো করায়) ভালো কিছু করলে আমাদেরও ভালো লাগে, দেখে মনে হয় আমরা ভালো কিছু করব। সব সময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতিয়ে মাঠ থেকে বের করে আনার।’
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে বাংলাদেশের মাটিতে। তার আগে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে মারুফা আরও বলেন, হ্যাঁ অবশ্যই। এশিয়ার সাতটা দলের সাথে আমরা খেলব। ওগুলো আমাদের অনেক কাজে দেবে যাতে নিজেদের মাটিতে আরও ভালো কিছু করতে পারি।’

এদিকে, বৃষ্টির কারণে শতভাগ অনুশীলন করতে না পারলেও টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তারের আশা ভালো করার, ‘যেটা চলে গেছে তো চলে গেছে সেটা তো আর ফেরত পাবো না। ওখান থেকে আমরা চেষ্টা করেছি যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। প্রিমিয়ার লিগ খেলেছি সেখান থেকে আমরা কনফিডেন্স আনার চেষ্টা করেছি এখানে অনেকদিন কাজ করেছি ম্যাচ খেলেছি যদিও অনেক বৃষ্টি ছিল। প্রস্তুতি নিয়ে আমি শতভাগ বলবো না কেননা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি ছিল, তার মধ্যে আমরা এখানে প্র্যাকটিস করেছি। আউটডোরে প্র্যাকটিস করার তেমন সুযোগ পাইনি। চার-পাঁচটা ম্যাচ প্র্যাকটিস করছি আশা করি সামনে ভালো হবে।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১