১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জুলা ২০২৪ ০২:০৭
রাজনীতি ডেস্ক: তিনি বলেন, বাংলাদেশের মানুষ চলমান আন্দোলনের মাধ্যমে তা প্রমাণ করেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
আমীর খসরু বলেন, অনেকের প্রশ্ন থাকে যে, আন্দোলন আবার কবে শুরু হবে। কর্মসূচি আবার কবে হবে। একটা জিনিস পরিষ্কার করা দরকার, আন্দোলন চলমান আছে। আপনি যদি ২০-৩০ লাখ লোকের সমাবেশ টিয়ার গ্যাস ও গুলি করে মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে। আমি বলব আন্দোলন শেষ হয়ে যায়নি। আন্দোলন চলমান আছে। দেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ৯৫ শতাংশ লোক আমাদের আন্দোলনে যুক্ত হয়েছেন। যারা ভোট কেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করেছেন, তারা আজকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
বৈঠক প্রসঙ্গে আমির খসরু বলেন, চলমান যুগপৎ আন্দোলনে আরও গতি সৃষ্টি করার জন্য আমরা আজ সহযোগীদের নিয়ে আগামী দিনের কর্মসূচি প্রণয়নে; দেশের বর্তমান প্রেক্ষাপটে, জনগণের চাহিদা পূরণে আমরা কী করতে পারি; এই আন্দোলনের সফল সমাপ্তি কীভাবে করতে পারি, সেটা নিয়ে আলোচনা করেছি। বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১