কুলাউড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১, আহত-১৩; তিন জনের নামে মামলা।

প্রকাশিত:মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ০৯:০৩

কুলাউড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১, আহত-১৩; তিন জনের নামে মামলা।
উপজেলা সংবাদদাতাঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সম্মান গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ২৫ মার্চ সকালে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায়, স্থানীয় মোঃ ইসহাক আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম ও একই এলাকার সরাফত আলীর পুত্র শওকত আলীর মধ্যে খামারের মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল৷ যদিও খামারের জায়গাটির ভোগদখল জাহাঙ্গীরই করে আসছিলেন। সর্বশেষ ২৫ মার্চ জাহাঙ্গীর তার নিজের খামারে ১৫ জন জেলে নিয়ে মাছ ধরতে যায়। একই সময়ে শওকত আলীও তার লোকজন নিয়ে মাছ ধরতে গেলে প্রথমে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও একপর্যায়ে মারামারির সুত্রপাত ঘটে। এসময় স্থানীয় ইয়াকুব আলীর পুত্র সেলিম(৩৪) নামের একজন লোক মারাত্মক আহত হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে মৌলভীবাজার সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় একটি মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সহিদুর রহমান। জানা গেছে ইয়াকুব আলী বাদী হয়ে ০৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৭ জনকে আসামী করে মোট ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ১নং আসামী হলেন, একই গ্রামের মৃত রেফাত আলীর পুত্র মোঃ ইসহাক আলী, ২নং আসামী মোঃ ইসহাক আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম,ও জমির উদ্দিনের পুত্র তাজুল ইসলামকে ৩ নং আসামী করে মামলা দায়ের করা হয়েছে।