১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ আগ ২০২৪ ০৩:০৮
ক্রীড়াঙ্গণ ডেস্ক: দলীয় অর্জন কিংবা নেতা হিসেবে মাঠ ও মাঠের বাইরের পারফরম্যান্স সবমিলিয়ে সফল অধিনায়কদের একজন মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্রিকেট ইতিহাসেরই সেরা অধিনায়ক মানেন অনেকেই। সেই ধোনির সঙ্গে এবার রোহিত শর্মাকে তুলনা করলেন রবি শাস্ত্রী।
আইসিসি রিভিউয়ে রোহিতকে নিয়ে ভারতের কিংবদন্তি এই অলরাউন্ডার বলেন, ‘ভুলে গেলে চলবে না, কৌশলগত দিক থেকে সে অসাধারণ। সবসময়ের সেরা অধিনায়কদের তালিকায় সে ধোনির পাশেই থাকবে।’
‘আপনি যদি জিজ্ঞেস করেন, দুজনের মধ্যে কে সেরা? আমি বলব, সাদা বলের ক্রিকেটে কৌশল সাজানোর প্রসঙ্গে দুজনই সমান-সমান। রোহিতের জন্য আমি এর চেয়ে প্রশংসাসূচক কিছু বলতে পারব না। কারণ আপনারা জানেন, ধোনি কী করেছে এবং কত শিরোপা জিতেছে।’-যোগ করেন তিনি।
ধোনির নেতৃত্বে ৭২ টি-টোয়েন্টি খেলে ৪১টি জিতেছিল ভারত। এদিকে সর্বশেষ বিশ্বকাপে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছেন রোহিত। সবমিলিয়ে তিনি ৬২ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ৪৯ ম্যাচে। এই সংস্করণে বিশ্বের কোনো অধিনায়কের এত ম্যাচ জয়ের রেকর্ড নেই।
তবে শাস্ত্রীর কাছে সংখ্যার চেয়ে ইম্প্যাক্টটা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘রোহিত (ধোনির চেয়ে) বেশি দূরে থাকবে না। আমার মতে, কৌশলগত দিক থেকে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। ঠাণ্ডা মাথায় যে বিচক্ষণতা সে দেখিয়েছে; (জাসপ্রিত) বুমরাহ, (হার্দিক) পান্ডিয়া, এমনকি আকসার প্যাটেলকেও সঠিক সময়ে বোলিংয়ে আনার যে সামর্থ্য দেখিয়েছে, দুর্দান্ত।’
ব্যাটার রোহিতকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘আমি মনে করি, সাদা বলের ক্রিকেটে সে একজন দানবের মতো। সবসময়ের সেরাদের একজন। এই খেলায় ক্রিকেটারদের মধ্যে সেরাদের একজন। যুগভেদে সাদা বলের যে কোনো দলে সে জায়গা করে নেবে, শুধুমাত্র টপ-অর্ডারে ডায়নামিক সামর্থ্যের সৌজন্যে।’
‘(ব্যাটার) রোহিত শার্মার ক্ষেত্রে উল্লেখযোগ্য দিক হলো, সে বড় শট খেলে, দ্রুত রান করে। সব ক্রিকেটিং শট খেলে…তার হাতে সেরা শট খেলার জন্য যথেষ্ট সময় থাকে। মানুষ ভুলে যায়, সে বিধ্বংসী। তার সেই ক্ষমতা আছে।’-যোগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১