১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ০৩ আগ ২০২৪ ০১:০৮
ক্রীড়াঙ্গণ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশের শহর-বন্দর। কোটা সংস্কারের দাবি থেকে এই আন্দোলন এখন রূপ নিয়েছে সাবর্জনীন এক আন্দোলনে। ছাত্রদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন দেশের ক্রীড়া জগতের অনেকেই। যে তালিকায় যুক্ত হলো জাতীয় ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিগত কয়েকদিন থেকেই ফেসবুকে ছাত্র আন্দোলনের স্বপক্ষে নিজের অবস্থান জানিয়েছিলেন জেবি-সিক্স।
আজ শনিবার নিজের প্রোফাইল থেকে দেয়া এক স্ট্যাটাসে জামাল ভূঁইয়া দিলেন এক হওয়ার বার্তা। ফেসবুকে জাতীয় পতাকা হাতে ছবিকে রাঙিয়েছেন লাল রঙে। এরপরেই দিয়েছেন দেশের সমর্থকদের প্রতি বার্তা।
এরপরেই ক্ষুদ্র এক বার্তায় জামাল লিখেছেন, ‘বাংলাদেশের সকলের জন্য প্রার্থনা। বাংলাদেশে থাকা সবার উদ্দেশে, আমি আপনাদের দেখছি আর অনুসরণ করছি। প্রার্থনা করছি সামনে সুদিনের জন্য ইন শা আল্লাহ। আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই।’
উল্লেখ্য, গত জুলাই মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন বর্তমানে রূপ নিয়েছে বৈষম্যবিরোধী এক আন্দোলনে। এরইমাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন।
উল্লেখ্য, গত জুলাই মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন বর্তমানে রূপ নিয়েছে বৈষম্যবিরোধী এক আন্দোলনে। এরইমাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১