১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ০৫ আগ ২০২৪ ১০:০৮
সমগ্রদেশ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ে নোয়াখালীতে শোকরানা নামাজ আদায় করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। সোমবার (৫ আগস্ট) জেলা শহরের মোহাম্মদীয়া হোটেলের সামনে এ নামাজ আদায় করা হয়।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। এদিকে এক দফা দাবি আদায়ে নোয়াখালীসহ সারাদেশে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে শোকরানা নামাজ আদায় করে ছাত্র-জনতা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা পোস্টকে বলেন, স্বৈরাচারের বিদায় হয়েছে। আমরা তাই আল্লাহর দরবারে শুকরিয়া হিসেবে ২ রাকাত নামাজ পড়েছি। আমরা আবার স্বাধীন হলাম। এই আনন্দ বলে শেষ করা যাবে না।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুর ইসলাম হৃদয় ঢাকা পোস্টকে বলেন, লাশের ওপর দিয়ে ক্ষমতায় টিকা যায় না। শেখ হাসিনা যা করেছেন তিনি ঘৃণিত হয়েই থাকবেন। আমাদের ভাইদের রক্তের ওপর দিয়ে ক্ষমতা থাকতে গিয়ে উনি অনেক অন্যায় করেছেন। আমরা সকল ভাইদের হত্যার বিচার চাই।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১