৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৬ আগ ২০২৪ ১০:০৮
ক্যাম্পাস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের রুমের তালা ভেঙে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কসহ প্রবেশ করেন শিক্ষার্থীরা।
এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ক্যাম্পাসে আসতে থাকেন। পরে বেলা ১২টা থেকে তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা সেখানে থাকা শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার হাসান বলেন, আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই। ছাত্র সংসদের এ কক্ষটি ছাত্রলীগ অবৈধভাবে দীর্ঘদিন দখল করে রেখেছিল। আমরা আজকে প্রবেশ করলাম। আমাদের দাবি হলো, আর কেউ যাতে গায়ের জোরে এভাবে দখল প্রতিষ্ঠা করতে না পারে
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) কার্যালয়। এটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১