বন্দি খাঁচা থেকে মুক্ত হলাম : মনির খান

প্রকাশিত:বুধবার, ০৭ আগ ২০২৪ ০২:০৮

বন্দি খাঁচা থেকে মুক্ত হলাম : মনির খান

বিনোদন ডেস্ক: বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ সংগীতশিল্পী মনির খান। দলটির কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক ছিলেন তিনি। যদিও ২০১৮ সালে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে মনোনয়ন না পেয়ে অভিমান থেকে পদত্যাগ করেন এই গায়ক।

এরপর দীর্ঘদিন রাজনীতিতে দেখা যায়নি তাকে। গানেও নিয়মিত নন মনির খান। তবে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার সরকার পতনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই গায়ক। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন তিনি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনির খান বলেন, ‘এই অনুভূতি প্রকাশের ভাষা নেই। বন্দি খাঁচা থেকে আজ মুক্ত হলাম। এত বছর সারা বাংলাদেশের মানুষ খাঁচায় বন্দি ছিল। স্বৈরাচারী হাসিনার পতনের মধ্যে দিয়ে দেশ স্বাধীন ও মুক্ত। বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভবিষ্যত, গণতন্ত্র, সার্বভৌমত্ব, দেশের মান এবং মানচিত্র রক্ষার ক্ষেত্রে আগামী দিনে নতুন সূর্য উঠবে। সেই সূর্য দেখার অপেক্ষায়।’

এই সংগীতশিল্পী আরও বলেন, ‘আমাদের দেশের অহংকার ড. ইউনূস ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাহউদ্দিন আহমেদ সহ আগামীর সরকার হিসেবে অনেকের নামই আলোচনায়। প্রতিটি মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস রাখতে পারে এমন মানুষের হাতেই দেশ দিতে হবে। সবাই যাতে ভালো থাকে তেমন মানুষই চাই।’

মনির খান একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কিন্তু ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে আসেন তিনি।

সে সময় জানা যায়―ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাঁদপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রাথমিকভাবে দলের চিঠি পেয়ে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। পরে দলটি থেকে মনোনয়ন চূড়ান্ত না করায় নানা মুখি চাপের কারণে সাময়িক সময়ের জন্য সরে আসেন এ গায়ক।