৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১১ আগ ২০২৪ ০২:০৮
জাতীয় ডেস্ক: ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমি এ রকম কোনো অঙ্গীকার করিনি।
রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম’।
এ সংক্রান্ত কোনো অঙ্গীকার করে এসেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমি শুধু এটুকু বলতে পারি, আমি এ রকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে, রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে আমেরিকার কাছে। খুবই আনলাইক।
দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ক্ষমতাচ্যুতির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১