১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১১ আগ ২০২৪ ০২:০৮
সমগ্রদেশ ডেস্ক: সকল ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নিষিদ্ধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়।
রেজিস্ট্রার মনিরুল ইসলাম সাধারণ শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে সিন্ডিকেটের ৮৫তম সভায় বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ রক্ষায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক, পেশাজীবী বা অঙ্গসংগঠন, লেজুরভিত্তিক প্যানেল, পরিষদ বা সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না। ১১ আগস্ট থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আগে থেকেই দাবি তোলা হচ্ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করার।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১