৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ২৮ আগ ২০২৪ ০৫:০৮
লেবাননের পররাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রী আবদেল্লা হাবিব এবং প্রধান রাষ্ট্রাচার ওসাসা খাসাবের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, পৃথক বৈঠকে রাষ্ট্রদূত তাদের বাংলাদেশের চলমান ঘটনাবলি সম্পর্কে অবহিত করেন এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের আদেশ সম্পর্কে অবহিত করেন। বৈঠকে এই অঞ্চলের বর্তমান ভূ-রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত আগামী দিনে বাংলাদেশ ও লেবাননের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে দৃঢ় প্রত্যাশার কথা জানান।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১