৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ০১ সেপ্টে ২০২৪ ১২:০৯
এর আগে জানিয়েছিলেন ফেসবুক আনইন্সটল করে দেবেন শ্রীলেখা মিত্র। কারণ হিসেবে জানিয়েছিলেন, সম্প্রতি মানসিক চাপ আর নিতে পারছেন না এ টলিউড অভিনেত্রী। এবার জানালেন কলকাতা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যম দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় এ কথা বলেন শ্রীলেখা। ওই ভিডিওতে দেখা গেছে লাগেজ গোছাচ্ছেন শ্রীলেখা। এ সময় তিনি বলেন, ‘আগামীকাল জন্মদিন আর আজকে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাচ্ছি কিনা জানি না। এই শহর থেকে কয়েকদিন একটু দূরে গিয়ে নিশ্বাস নিতে যাচ্ছি। সোলো ট্রিপ। একা।’
আরও বলেন, ‘হাতের এই কালো কাপড়টা থাকবে, যতদিন না পর্যন্ত তিলোত্তমা সুবিচার পায়। আমার সঙ্গী থাকবে বই, আর কিছু স্মৃতি। মা বাবাকে সারাক্ষণ মিস করি। চারিদিকের এই অরাজকতা দেখে একটু ক্লান্ত হয়ে পড়েছি। আর্টিস্ট মানুষ আমি। একটা নেওয়ার ক্ষমতা আছে। আর পারছি না। মিডিয়া অ্যাটেনশন চাই না। ফোন চাই না। একটু নিশ্বাস নিতে চাই বুক ভোরে।’
এর আগে নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘কিছুদিনের জন্য ফেসবুক আনইন্সটল করছি। জন্মদিন, পার্টি, শুভেচ্ছা কিছুই আর ভালো লাগছে না। সেন্সেটিভ মানুষ আমি। তাই আর্টিস্ট সেলিব্রেটি নই।’
এরপর অভিনেত্রী লিখেছিলেন, এত চাপ নিতে পারছি না। চারদিকের অবক্ষয় আমাকে ক্লান্ত করছে। এসব থেকে দূরে থাকতে দিন কয়েকের ছুটি প্রয়োজন আমার। আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই শ্রেয়।’
এর আগে জানিয়েছিলেন ফেসবুক আনইন্সটল করে দেবেন শ্রীলেখা মিত্র। কারণ হিসেবে জানিয়েছিলেন, সম্প্রতি মানসিক চাপ আর নিতে পারছেন না এ টলিউড অভিনেত্রী। এবার জানালেন কলকাতা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যম দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় এ কথা বলেন শ্রীলেখা। ওই ভিডিওতে দেখা গেছে লাগেজ গোছাচ্ছেন শ্রীলেখা। এ সময় তিনি বলেন, ‘আগামীকাল জন্মদিন আর আজকে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাচ্ছি কিনা জানি না। এই শহর থেকে কয়েকদিন একটু দূরে গিয়ে নিশ্বাস নিতে যাচ্ছি। সোলো ট্রিপ। একা।’
আরও বলেন, ‘হাতের এই কালো কাপড়টা থাকবে, যতদিন না পর্যন্ত তিলোত্তমা সুবিচার পায়। আমার সঙ্গী থাকবে বই, আর কিছু স্মৃতি। মা বাবাকে সারাক্ষণ মিস করি। চারিদিকের এই অরাজকতা দেখে একটু ক্লান্ত হয়ে পড়েছি। আর্টিস্ট মানুষ আমি। একটা নেওয়ার ক্ষমতা আছে। আর পারছি না। মিডিয়া অ্যাটেনশন চাই না। ফোন চাই না। একটু নিশ্বাস নিতে চাই বুক ভোরে।’
এর আগে নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘কিছুদিনের জন্য ফেসবুক আনইন্সটল করছি। জন্মদিন, পার্টি, শুভেচ্ছা কিছুই আর ভালো লাগছে না। সেন্সেটিভ মানুষ আমি। তাই আর্টিস্ট সেলিব্রেটি নই।’
এরপর অভিনেত্রী লিখেছিলেন, এত চাপ নিতে পারছি না। চারদিকের অবক্ষয় আমাকে ক্লান্ত করছে। এসব থেকে দূরে থাকতে দিন কয়েকের ছুটি প্রয়োজন আমার। আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই শ্রেয়।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১