৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:সোমবার, ০৯ সেপ্টে ২০২৪ ১১:০৯
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে ঢাকায় আসেন মুশতাক আহমেদ। এরপর টাইগারদের সঙ্গে ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজেও এই স্পিন বোলিং কোচ ছিলেন বাংলাদেশ দলের ড্রেসিংরুমে।
কোচ মুশতাককে নিয়ে আজ সোমবার মেহেদী হাসান মিরাজ গণমাধ্যমকে বলেন, ‘মুশতাক আহমেদের সাথে প্রথম কাজ করছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, মানুষ হিসেবে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেন এবং খেলোয়াড়দের সমর্থন দেওয়ার চেষ্টা করেন। খারাপ সময়ে খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করেন। এই জিনিসগুলো খুব ভালো লেগেছে।’
পাকিস্তান সিরিজ জয়ের পর দলের সবাই মানসিকভাবে চাঙ্গা আছে। এ নিয়ে মিরাজ বলেন, ‘সবাই অনেক খুশি আছে, ভালো শেপে আছে। মানসিকভাবে ফ্রি না থাকলে আপনি কখনই ভালো খেলতে পারবেন না। সব চাপ নিয়ে একা খেলতে পারবেন না। এজন্যই সবার হেল্প দরকার-খেলোয়াড় থেকে শুরু করে কোচ।’
‘কোনো সফরের আগে নির্দিষ্টভাবে পরিকল্পনা করতে পারি না, চাপ হয়ে যায়। পাকিস্তান সিরিজের আগেও ভাবিনি ম্যান অব দ্যা সিরিজ হবো। দলের জন্য যেন খেলতে পারি, ভালো খেলতে পারি সেই চেষ্টা ছিল। প্রত্যাশা বেশি হলে চাপ হয়ে যাবে। স্বাভাবিক থাকার চেষ্টা করছি।’-যোগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১