২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১০ সেপ্টে ২০২৪ ০১:০৯
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও কোকাবুরা বলে খেলেছে বাংলাদেশ দল। তবে আসন্ন ভারত সিরিজে থাকছে এসজি বল। যা কঠিন হতে পারে বলে জানালেন লিটন দাস।
আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। এ সময় লিটন এসজি বল নিয়ে বলছিলেন, ‘ভারতে বলটাও বদলে যাবে। এসজি বলে খেলা কিছুটা কঠিন। বিশেষ করে কোকাবুরাতে নতুন বল খেলা কঠিন, পুরোনো বলে খেলা একটু সহজ। কিন্তু এসজিতে নতুন বলে খেলা তুলনামূলক সহজ, পুরোনো বলে খেলাই কঠিন।’
টেস্টে নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে লিটন বলেন, ‘আমার কাছে যেটাকে রান করার বল মনে হয়, আমি ওটাতেই রান করার চেষ্টা করি। যেকোনো ফরম্যাটেই এখন মানুষ রানটাকে প্রাধান্য বেশি দেয়। আমার কাছে মনে হয়, আমি টেস্টে যে ধরনের ব্যাটিং করি, টেস্টে এখন সবাই সেরকম আক্রমণাত্মক ক্রিকেটটাই বেশি খেলে। তাতে আউটের সম্ভাবনা বেশি থাকলেও সঙ্গে রান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।’
আরও বলেন, ‘আমি যে জায়গায় নামি, সঙ্গে হয়তো মিরাজকেই পাই। ওপর থেকে সাকিব ভাই, মুশফিক ভাই কাউকে পেতে পারি বা টপ অর্ডারের কেউ। মিরাজ যেহেতু বোলার, আমি যদি একটু শট না খেলি, দলের স্কোর বাড়বে না। আমি এভাবেই খেলতে চাই।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১