৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ১৬ মে ২০১৬ ১২:০৫
নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫ নং রাজনগর সদর ইউ.পি নির্বাচনে রক্তক্ষয়ী সহিংসতায় এজহারভূক্ত ৩ নং আসামী লিমন আহমদকে পুলিশ গতকাল গ্রেফতার করে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে লিমনের আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত ৮ মে মোহাম্মদ ফারুকুজ্জামান খান বাদী হয়ে নির্বাচনী কেন্দ্রে সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগে রাজনগর থানায়( জি/আর মামলা নং-৩০/১৬ ইং) মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়। রাজনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামসুদ্দোহা জানান, রাজনগর থানার স্থানীয় সদর ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফারুকুজ্জামান খান ও জুবের আহমদ চৌধুরীর সমর্থকদের মধ্যে গত ৭ ই মে নির্বাচন চলাকালীন সময়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় এজহারভূক্ত পলাতক আসামী মহাসহস্র গ্রামের মুহিব মিয়ার পুত্র লিমন আহমদকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ নং রাজনগর সদর ইউ.পি নির্বাচনে দত্তগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বি.এন.পি সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে বেলা ২ ঘটিকার সময় সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে গুলাগুলি, পাল্টাপাল্টি ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের প্রায় ১০/১৫ জন লোক আহত হয়। পরে কেন্দ্রে র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয় এবং পরিস্থিতি শান্ত করে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১