১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ১১ সেপ্টে ২০২৪ ১২:০৯
ভোলায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ ও নিষিদ্ধ ৩৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে; যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে।
আজ (বুধবার) দুপুরে ভোলা জেলা শহরের সুতাপট্টি বাজারে প্রায় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুইজনকে জরিমানা করেছেন।
অভিযান পরিচালনার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী কাঁচাবাজার সংলগ্ন সুতাপট্টি বাজারে বেশ কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
কারেন্ট জাল বিক্রির দায়ে মো. ওবায়দুল হক নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অপরাধে মো. হেলাল নামে একজনকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১