কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি কুতুবদিয়ায় অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার, ১১ সেপ্টে ২০২৪ ১২:০৯

কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি কুতুবদিয়ায় অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেপ্তার

কক্সবাজার কুতুবদিয়ায় দেশীয় অস্ত্রসহ শাহরিয়ার নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুতুবদিয়া উপজেলার লেমশীখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গোলা, সাতটি চাকু, ছয়টি চাপাতি, ২১টি মেমরি কার্ড, তিনটি সিমকার্ড ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়।

গ্রেপ্তার শাহরিয়ার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী এলাকার মো. আবু তৈয়বের ছেলে। তিনি একটি ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল এলাকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে লেমশীখালীতে দুইটি বিশেষ পৃথক অভিযান চালিয়ে এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গোলা, সাতটি চাকু, ছয়টি চাপাতি, ২১টি মেমরি কার্ড, তিনটি সিমকার্ড ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহরিয়ারকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।