১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ সেপ্টে ২০২৪ ০৩:০৯
ক্যারিয়ারে দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে আনাগোনা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। গত ৭ ও ৮ সেপ্টেম্বর অভিনেত্রীর প্রথম সিনেমা ‘সাবা’র প্রিমিয়ার হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মাকসুদ হোসেন পরিচালিত এই ছবিটি সেখানে ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে বলেও খবর।
এদিকে দুদিনব্যাপী এই উৎসবে দর্শকের সঙ্গে বসেই নিজের সিনেমা দেখেছিলেন মেহজাবীন। বলাই যায়, দূরদেশে নিজের কাজ দেখার সঙ্গে দর্শকের প্রতিক্রিয়া জানার অভিজ্ঞতা যেন একেবারেই নতুন মেহজাবীনের।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সে অভিজ্ঞতা জানিয়ে মেহজাবীন বললেন, ‘সাবটাইটেলে সিনেমা চলছে। তারপরও মনে হচ্ছিল, প্রতিটি দৃশ্যই যেন ভিনদেশি দর্শকেরা কানেক্ট করতে পারছিলেন। হাসির জায়গায় হাসছেন, সিরিয়াস মুহূর্তে চুপচাপ। যেটা আমার জন্য দারুণ একটা ব্যাপার ছিল।’
প্রিমিয়ার উপলক্ষ্যে মেহজাবীন ছাড়াও টরন্টোতে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা মাকসুদ হোসেন, প্রযোজক ও শিল্পীরা। এদিকে অভিনীত প্রথম সিনেমা টরন্টো উৎসবে মনোনয়ন পাওয়ায় খুশি মেহজাবীন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাবা’র জন্য ভোট চান মেহজাবীন। এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘অত্যন্ত অভিভূত যে ‘সাবা’ ফিউচার ফিল্ম থেকে টিফ-এ ভালো সাড়া পাচ্ছে। আমি এটা দেখে আনন্দিত যে বাজেটের মধ্যে তৈরি মৌলিক গল্পের সিনেমা ও সিরিজগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১