মাদারীপুরে অস্র মামলায় ২৫ জনের সাজা

প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ নভে ২০১৮ ০৪:১১

মাদারীপুরে অস্র মামলায় ২৫ জনের সাজা

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে অস্র মামলায় ২৫ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশেষ আদালত। গতকাল বিশেষ আদালতের বিচারক কোরবান আলী এই রায় প্রদান করেন। আদালত সুত্রে মামলার নথি থেকে জানা যায়, ১৫ মার্চ ২০১১ সালে মাদারীপুরে গোয়েন্দা পুলিশের এস আই বিকাশ কুমার বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগপত্রে বলছে, আসামীদের কাছ থেকে দেশী বিদেশী অস্র উদ্ধার করেছে। মামলার পর থেকে ১৯ আসামী পলাতক রয়েছে, বাকি ৬জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। গ্রেফতারকৃত ৬ আসামীর মধ্যে ৪ আসামী রায়ে ঘোষিত সাজার মেয়াদ থেকে বেশি সাজা ভোগ করার কারনে জেল থেকে ছাড়া পেয়েছে। দীর্ঘ শুনান, সাক্ষি গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আদালত রায় প্রদান করেন। রায়ে ৭ জনের প্রত্যেককে ১০ বছর কারাদন্ড, ৫০ হাজার টাকা জড়িমানা অনাদায়ে তিন হাজার টাকা জড়িমানা করা হয়েছে। ২৫ আসামীর মধ্যে ১৯ আসামীই পলাতক। পলাতক আসামীর অনুপস্থিতিতেই বিচার কার্য্য সম্পাদন হয়েছে। অস্র মামলার আসামীরা হলেন, জাহান্দর আলী জাহান, তোতা খান, গোলাম রহমান পলাশ, সরফা বেপারী, আব্দুল হক, সেলিম মুন্সী, অনিভেস পাল, রতন মালো, জব্বার সরদার, কালু খান, জলিল, কালাম খান, শাওন শাহরিয়ার, আরিফ মাতুব্বর, সিরাজ খান, মাহমুদ, গাজী আফসার, দেলোয়ার হোসেন, জহির আকোন, আবদুর সাত্তার, খোকন মোল্লা, কুদ্দুছ মোল্লা, আলি হোসেন উকিল। আসামী পক্ষের আইনজীবিরা বলছেন, এই রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং তারা উচ্চ আদালতে যাবেন।