১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ১৮ সেপ্টে ২০২৪ ০২:০৯
সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে ২-০ তে সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানকে লাল বলের ক্রিকেটে প্রথমবার হারানোর সঙ্গে হোয়াইটওয়াশ করারও স্বাদ পেয়েছে টাইগাররা। সফল পাকিস্তান মিশন শেষে টাইগারদের সামনে এখন ভারত চ্যালেঞ্জ।
লাল বলের ক্রিকেট দিয়ে ভারত সফর শুরু করছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
ম্যাচের আগের দিন আজ বুধবার উইকেট নিয়ে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো উইকেট হবে। পেস বা স্পিন এটা নিয়ে কথা বলতে চাই না।
কাল যত তাড়াতাড়ি সম্ভব উইকেট মানিয়ে নেওয়ার চেষ্টা করব। স্পিন-পেস দুই দিক থেকেই দল ভারসাম্যপূর্ণ। তাই চিন্তা কারণ হবে না।’
এসজি বলে খেলা নিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশে এসজি বলে প্র্যাকটিস করেছি। এখানে আসার পরও এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে। মোটামুটি খুব ভালোভাবেই প্রত্যেক ব্যাটার মানিয়ে নিয়েছে।
তাদের বোলিং অ্যাটাক ভালো, চ্যালেঞ্জ থাকবেই। চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই প্রস্তুত। বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। সবাই অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এ ধরনের জিনিস মানিয়ে নেওয়ার সামর্থ্য সবার আছে।’
ব্যাটারদের ওপর আস্থা রেখে শান্ত বলেন, ‘ভালো একটা সিরিজ শেষ করে আসলাম। আমাদের সেটআপ খুব ভালো অবস্থানে আছে। টপ অর্ডাররা রান করেনি? সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরেরও একটা ভালো ইনিংস ছিল।
যে যে জায়গায় ব্যাট করছে ভালো করছে। মুশফিক ভাই, লিটন, মিরাজ… খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। উপরের চার ব্যাটার ভালো করার সামর্থ্য রাখে।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১