১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ২০ সেপ্টে ২০২৪ ০৩:০৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কলাবাগান এলাকায় গুলিবিদ্ধ নয়ন মিয়া (২৫) নামে এ যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মোটর গ্যারেজে কাজ করতেন।
শুক্রবার (২০সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নয়ন।
নয়নের শ্বশুর এরশাদুল হক জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দক্ষিণ গোব্দা গ্রামে। বর্তমানে রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় থাকতো। এবং ওই এলাকায় একটি মোটর গ্যারেজে কাজ করতো নয়ন।
তিনি আরও জানান, গত ৪ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কাঁঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হয় নয়ন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১