আরাধ্যার সৌন্দর্য্য বাড়াতে যা করেন ঐশ্বরিয়া

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১১:০৫

আরাধ্যার সৌন্দর্য্য বাড়াতে যা করেন ঐশ্বরিয়া

নিউজ ডেস্ক: ১২ বছর আগে ঐশ্বরিয়া-অভিষেকের ঘর আলো করে আসে আরাধ্যা। এর মাঝে চলে গেছে বেশ কিছুটা সময়। এখন উচ্চতায় মায়ের মাথা ছুঁয়েছে আরাধ্যা। পাশাপাশি তার লুক ও চালচলনেও পরিবর্তন এসেছে। বাচ্চাদের মত মা-বাবার পেছনে লুকিয়ে থাকে না, বরং হাসি মুখেই পোজ দেয় আরাধ্যা। সম্প্রতি মায়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে আরাধ্যার উপস্থিতি নতুন করে নজরে আসে।

আরাধ্যার রূপ লাবণ্যের সঙ্গে বেড়ে ওঠার পেছনে রয়েছে তার মায়ের অবদান। তাকে বেশ যত্নআত্তির সাথেই বড় করেছেন ঐশ্বরিয়া। যদিও ধারণা করা হচ্ছে, বচ্চন পরিবারের মত জিনগতভাবে উচ্চতা পেয়েছে আরাধ্যা। এরপর রয়েছে ঐশ্বরিয়ার বিশেষ যত্ন। আরাধ্যার ডায়েটের পেছনে বেশ সতর্ক ঐশ্বরিয়া; আরাধ্যা বাসায় যা খান, সব মায়ের পরামর্শেই।

ভারতীয় গণমাধ্যমের খবর, ঐশ্বরিয়া বরাবরই আরাধ্যাকে প্রোটিন যুক্ত খাবার দিয়ে থাকেন। বাইরের কোনো খাবার খেতে পছন্দ করে না আরাধ্যা। ডায়েট মেনে প্রতিদিন শুধু একটা করে অ্যাভোকাডো খায় আরাধ্যা। তার নিত্যদিনের রুটিন মেনে চলার পাশাপাশি আরাধ্যার শরীরচর্চার ওপরেও কড়া নজর রাখেন মা। এছাড়াও রাত দিন ঘরোয়া কাজের মধ্যে থাকে এই স্টারকিড।

২০১১ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ে জন্ম হয় এই আরাধ্যার। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সে একমাত্র আদরের সন্তান। আরাধ্যাকে সারাক্ষণই আগলে রাখেন মা ঐশ্বরিয়া; এক মুহূর্তের জন্যও কাছ ছাড়া করেন না তাকে।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া বচ্চন। এই ফিল্ম ফেস্টিভ্যালে লাল গালিচায় হেঁটে তাক লাগিয়েছেন সকলকে। যদিও হাতে চোট নিয়েই সেখানে গিয়েছিলেন তিনি।

হাতে ব্যথা নিয়ে যাতে মায়ের কষ্ট না হয়, সেই খেয়াল রাখার জন্য সঙ্গী ছিলেন কন্যা আরাধ্যাও। সেখানে এক হোটেল থেকে বেরিয়ে আসার সময় আরাধ্যা বচ্চন হাত ধরেন ঐশ্বরিয়ার। এ সময় ব্যাপকভাবে ফ্রেমবন্দি হন মা-মেয়ে। সে থেকেই নতুন করে নজরে এসেছে এই স্টারকিড।