১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:সোমবার, ২৩ সেপ্টে ২০২৪ ০৮:০৯
চট্টগ্রামের আনোয়ারায় কিশোরীর মাথায় গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগে নানি সায়েরা খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে ওই নারীকে আনোয়ারার বটতলী গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন।
গত বুধবার বিকেলে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াইজারো বাড়িতে কিশোরীর মাথায় গরম পানি ঢেলে দেন স্থানীয় এয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুন। সায়েরা কিশোরীর চাচাতো নানি।
কিশোরীর বাবা মফিজুর রহমান ৯ বছর আগে এবং মা বেবী আকতার ৭ বছর আগে মৃত্যুবরণ করেন। সে নানাবাড়িতে থাকতো।
আহত অবস্থায় তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।
স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে বেশ কয়েকজন মিলে কিশোরী নানাবাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ (৬৫) নামের এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু-কিশোরদের সবাই ‘মুরুব্বি মুরুব্বি উঁহুঁ উঁহুঁ’ করে দুষ্টুমি শুরু করে।
এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও তাদের কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের স্ত্রী সায়েরা খাতুন গরম পানি নিয়ে উঠানে আসেন। একপর্যায়ে কিশোরীর মাথায় গরম পানি ঢেলে দেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা করেছেন তার নানা। এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সায়েরা খাতুনকে বটতলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১