১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ২৫ সেপ্টে ২০২৪ ০১:০৯
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক কিশোর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে অন্তরের খালা খুকু মনি এ মামলা করেন।
এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এ ঘটনা নিয়ে পূর্বে কোনো মামলা বা জিডি আছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।
মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে আসামিদের নির্দেশে যাত্রাবাড়ী থানার সামনে অন্তরকে গুলি করে হত্যা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১