অনিয়মিত অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ রেসিডেন্স পারমিট না থাকলে ইতালিতে সিম কেনা যাবে না

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ সেপ্টে ২০২৪ ১২:০৯

অনিয়মিত অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ রেসিডেন্স পারমিট না থাকলে ইতালিতে সিম কেনা যাবে না

বৈধ রেসিডেন্স পারমিট না থাকলে ইতালিতে এখন থেকে সিমকার্ড কেনা যাবে না। দেশটির আইনসভা গতকাল টেলিকমিউনিকেশন কোডের এই সংশোধনী অনুমোদন দিয়েছে।

সংশোধিত আইন অনুযায়ী, আশ্রয়প্রার্থী এবং অনিয়মিত অভিবাসীদের যেহেতু বৈধ ‘রেসিডেন্স পারমিট’ থাকে না সেক্ষেত্রে তাদের পক্ষে ‘সিম কার্ড’ কেনা সম্ভব হবে না।

এমন সিদ্ধান্তে হাজার হাজার মানুষ টেলিফোন নম্বর পাওয়া থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। নানা প্রশাসনিক কাজ এবংনিজ পরিবারের সাথে যোগাযোগ করতে একজন অভিবাসীর কাছে একটি সিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ।

ইটালির অতি-ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার নতুন আইনের সংশোধনীতে সমর্থন দিয়েছে।

দেশটির দৈনিক লা রিপাবলিকা জানিয়েছে, সংশোধিত আইনে মোবাইল অপারেটরদের বলা হয়েছে ‘ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত নয় এমন দেশগুলোর নাগরিকদের’ কাছে সিম বিক্রির সময় তার যেন বৈধ রেসিডেন্স পারমিট যাচাই করে।

কোনো বিক্রেতা এই আইন প্রয়োগ না করলে তাদের ব্যবসা পাঁচ থেকে ৩০ দিনের জন্য বন্ধ থাকবে বলে আইনে উল্লেখ করা রয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে যেসব বিদেশি দেশটিতে অনিয়মিত অবস্থায় বসবাস করছেন তাদের মোবাইল নম্বর পেতে এক প্রকার নিষেধাজ্ঞার অধীনে আনা হয়েছে বলে নিন্দা জানিয়েছে এনজিওগুলো।

ইতালিতে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের সময় কয়েক মাস থেকে বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে অভিবাসীদের কাছে রেসিডেন্স পারমিট থাকে না। যার ফলে এই দীর্ঘ সময় মধ্যে তারা চাইলেও সিম কিনতে পারবেন না।