কুয়েতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৮ সেপ্টে ২০২৪ ০৩:০৯

কুয়েতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সালমিয়া অঞ্চলের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের কেন্দ্রীয় সভাপতি খতিব মাওলানা নুরুল আলম, মাওলানা হাবিবুর রহমান ও মিজানুর রহমান।

আলোচনায় বক্তারা রাসূলুল্লাহ (সা.) এর জীবনী সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, পৃথিবীতে আমাদের জন্য একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। আমাদের জীবনকে সুন্দর কাঠামো দিয়ে গড়তে হলে রাসুল (সা.) এর আদর্শকে ধারণ করতে হবে।

এদিন অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সালমিয়া অঞ্চলের জুনিয়র শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। এছাড়া কুয়েতের সালমিয়া, রোমতিয়া, বয়ান, সালুয়া অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন

মাহফিল শেষে বাংলাদেশে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।