৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ২৯ সেপ্টে ২০২৪ ০১:০৯
ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই ব্যক্তিকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিষ্ণপুর সীমান্ত থেকে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– মো. শাহজাদা (৩০) ও মো. জুয়েল (৩০)। শাহজাদা বিষ্ণপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে এবং মো. জুয়েল একই গ্রামের মৃত শাহ আলম ভূইয়া।
সরাইল ব্যাটালিয়ান ২৫ বিজিবির সিপাহি মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুর সাড়ে ১২টায় বিজয়নগর উপজেলা বিষ্ণপুর ইউনিয়নে ভারতে সীমান্তের মেইন পিলার ২০১৩/১এস দিয়ে দুজন অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
সেসময় বিষ্ণপুর বিওপির সিপাহীরা তাদের আটক করে। পরে তাদের বিজয়নগর থানায় সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১