৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ২৯ সেপ্টে ২০২৪ ০১:০৯
‘ম্যাডনেস’ বা পাগল স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রগুলো (এনআইডি) সচল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তালিকা চেয়েছে সংস্থাটি।
রোববার (২৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, বর্তমানে এনআইডি ডাটাবেইজে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র ম্যাডনেস (পাগল) স্ট্যাটাসে রয়েছে। ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে অসামর্থ্য/বিশেষ চাহিদাসম্পন্ন বা ‘অপ্রকৃতিস্থ’ নির্বাচন করার কারণে সেসব ভোটারের স্ট্যাটাস ম্যাডনেস হয়ে যায়।
এতে এই স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
নির্দেশনায় আরও বলা হয়, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যারে ‘স্যাটাস : ম্যাডনেস’ দিয়ে সার্চ করলে উপজেলাভিত্তিক ম্যাডনেস ভোটারদের তালিকা পাওয়া যাবে।
এ তালিকা থেকে যেসব জাতীয় পরিচয়পত্র সচল করা প্রয়োজন, সেগুলো সচল করার জন্য পত্রাকারে মহাপরিচালক, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১