৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ৩১ মে ২০২৪ ০২:০৫
নিউজ ডেস্ক: সম্প্রতি এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন বলিউড তারকারা। এতে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানান কারিনা, প্রিয়াঙ্কা, আলিয়া ভাটসহ অনেকেই। এবার রাফায় চলা এই গণহত্যা নিয়ে সরব হতে দেখা গেলো টালিউড তারকাদের। সামাজিক মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় ও অভিনেত্রী তৃণা সাহা।
কমলেশ্বর মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রাফা সম্বন্ধে এই পরিচালক জানান, দিনের পর দিন চলা রাফা বাসিন্দাদের ওপর ইসরায়েলের অত্যাচার-অন্যায়ের বিরুদ্ধে সবার প্রতিবাদ জানানো উচিত। তিনি বলেন, ‘দু’দিন ধরে যে ঘটনা ঘটছে, তা নিন্দনীয় ও ঘৃণ্য। মানবাধিকার লঙ্ঘন একদম শেষ পর্যায়ে পৌঁছেছে। তাই অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করা উচিত।’
রাফায় চলমান গণহত্যা নিয়ে হতবাক অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। তার কথায়, ‘সামাজিকমাধ্যমে এসব প্রতিবাদ খুব একটা কাজে দেয় না; কারণ ঘটনাগুলো অনেক সংবেদনশীল। পৃথিবী যে ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে, তা এই ঘটনাগুলি দেখেই বোঝা যায়।’
অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন ‘অল আইজ অন রাফা’। ফিলিস্তিন বা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে বিবর্তনের উলটো দিক বলে মনে করেন এই অভিনেতা। রাফায় চলমান অত্যাচারকে বিশ্ববাসী হিসেবে সকলের কাছে লজ্জার ও দুঃখের বলে মনে করেন তিনি। এই যুদ্ধ দ্রুত থামার মাধ্যমে রাফায় গণহত্যা বন্ধ চেয়ে তিনি বলেন, ‘যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পৃথিবীর নাগরিক হিসেবে আমাদের কাজ।’
সামাজিক মাধ্যমে পোস্ট না করলেও রাফায় চলা ঘটনার নিন্দা জানিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। তার কথায়, ‘রাফায় যা ঘটছে তা সত্যিই খুব দুঃখজনক। অবিলম্বে এই অবস্থা বন্ধ হওয়া দরকার।’
প্রসঙ্গত, এক সপ্তাহেরও বেশি সময় আগে থেকে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি শহরটিতে অবস্থান করছেন। সেখানে সেনাঅভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিছুদিন আগে রাফায় ইসরায়েলি বাহিনীর বোমায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের সবাই সাধারণ বেসামরিক। ওই ঘটনার পর থেকে বিশ্বজুড়ে যখন ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১