জোহানেসবার্গে বাংলা স্কুল পরিদর্শনে ভারপ্রাপ্ত হাইকমিশনার

প্রকাশিত:মঙ্গলবার, ০১ অক্টো ২০২৪ ০১:১০

জোহানেসবার্গে বাংলা স্কুল পরিদর্শনে ভারপ্রাপ্ত হাইকমিশনার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশিদের কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলা স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার দায়িত্বরত কাজী জাকির হোসেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জোহানসবার্গের মেফেয়ার জুম্মা মসজিদ সংলগ্ন বাংলা স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মো. আফরোজ উদ্দিন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এ সময় ভারপ্রাপ্ত হাইকমিশনার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া বাংলাদেশি শিশু-কিশোরদের নিজেদের মধ্যে পরিচিতি এবং দেশীয় ভাষা ও সংস্কৃতি চর্চার করতে এটি একটি ভালো উদ্যোগ।

এর মাধ্যমে সেখানকার স্থানীয়দের মাঝে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহাসিক বিষয়গুলোকে তুলে ধরা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব অনিস রহমান, মোমিনুল হক মোমিন,মামুন, নাসির উদদীন, আসাদ কামাল, মতিন ভূঁইয়া, শিক্ষক ইসরাথ জাহান, শিলা, কুলসুমা বেগম লীলা প্রমুখ।