ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা শাহ আলমসহ গ্রেপ্তার ২

প্রকাশিত:বুধবার, ০২ অক্টো ২০২৪ ০১:১০

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা শাহ আলমসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. শাহ আলমসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যজন হলেন শাকিবুর চৌধুরী অন্তর (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সদস্য এবং মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম চৌধুরী ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী ও মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলাসহ থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, অস্ত্র লুটপাট সংক্রান্ত ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত ২৪ আগস্ট ও গত ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িযা সদর থানায় মামলা দায়ের করা হয়।

সেই মামলাগুলোর আসামিদের গ্রেপ্তার অভিযানে প্রেক্ষিতে আজ বুধবার (২ সেপ্টেম্বর) পৌর শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার শাহ আলম ও অন্তরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।