ক্যালগেরির রিয়েল এস্টেট ব্যবসায়ী রফিকের সহধর্মিণীর ইন্তেকাল

প্রকাশিত:বুধবার, ০২ অক্টো ২০২৪ ০২:১০

ক্যালগেরির রিয়েল এস্টেট ব্যবসায়ী রফিকের সহধর্মিণীর ইন্তেকাল

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাবেক সভাপতি ও ক্যালগেরির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আবদুল্লা রফিকের সহধর্মিণী হোসনে আরা বেগম চপলা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ক্যালগেরির ফুটহিল হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগজনিত সমস্যা নিয়ে গত সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

কানাডার স্থানীয় সময় মঙ্গলবার (১ অক্টোবর) বাদ জোহর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে জানাজা শেষে তার মরদেহ ককরেন গোরস্থানে দাফন করা হয়। এসময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে ক্যালগেরির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কর্ম দিবস সত্ত্বেও কমিউনিটির সবাই ভিড় করেন এক নজর দেখার জন্য।

আবদুল্লা রফিক তার স্ত্রীর মাগফিরাত ও আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।