ছুটির দিনেও শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’

প্রকাশিত:বুধবার, ০২ অক্টো ২০২৪ ০২:১০

ছুটির দিনেও শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’

চট্টগ্রামে ছুটির দিনসহ সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১০টা পর্যন্ত মহানগর এলাকায় শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন।

এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।
গণ-আন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এ সিদ্ধান্ত নেন মালিক সমিতির নেতারা।

বুধবার (২ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কনফারেন্স হলে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনারের (ট্রাফিক) নেতৃত্বে মালিক সমিতি আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (৪ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয় চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস হিউম্যান হেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে।

চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস হিউম্যান হেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক তরুণ দাশগুপ্ত ভানু বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে একটি সভা হয়। সেখানেই সপ্তাহে ৭ দিনই হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ