১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ অক্টো ২০২৪ ০৪:১০
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে লিল। এদিন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে রিয়ালের শুরুর একাদশের খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন এন্দ্রিক। এই সময়ে তার বয়স ছিল ১৮ বছর ৭৩ দিন।
এন্দ্রিক ভেঙে দেন স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ড। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ১৮ বছর ৭৮ দিন বয়সে নেমে আগের রেকর্ড গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।
কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলতে নেমে রেকর্ড গড়লেও মাঠের পারফরম্যান্সে খুব একটা সুবিধা করতে পারেননি এন্দ্রিক। ম্যাচ শেষে মুভিস্টারকে তিনি বলেছেন, ‘আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছি।
শুরু থেকে খেলা কঠিন হলেও আমার জন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এ জন্য ভালো লাগছে। তবে হারের জন্য নয়।’
লিলের মতো তুলনামূলক খর্বশক্তির দলের বিপক্ষে হার মানতে পারছেন না কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়ালের কোচ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু (হার) দেখিনি।
প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’
আনচেলত্তি ভালো খেলতে না পারার দায় স্বীকার করে বলেছেন, ‘(গত) রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১