১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ অক্টো ২০২৪ ০২:১০
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শনিবার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, তৃতীয় দফার রাজনৈতিক আলোচনার প্রথমদিন বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শুরু হচ্ছে। শনিবার আড়াইটার সময় প্রথম আলাপ শুরু হবে। সেদিন বিএনপি থাকবে। এরপর আরও প্রধান কিছু রাজনৈতিক দল থাকবে।
তিনি আরও বলেন, বিএনপি ছাড়া আরও বেশ কিছু দল সেদিন উপস্থিত থাকবে। আড়াইটা থেকে একটানা মিটিং চলবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব মিটিং এক সপ্তাহের বেশি সময় ধরে চলবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১