বড়লেখার শাহবাজপুরে যুবলীগ নেতা কামাল খুন: নেপথ্যে টেন্ডার বানিজ্য

প্রকাশিত:সোমবার, ২০ জুন ২০১৬ ০৮:০৬

বড়লেখার শাহবাজপুরে যুবলীগ নেতা কামাল খুন: নেপথ্যে টেন্ডার বানিজ্য

উপজেলা সংবাদদাতা ::

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুরে যুবলীগ নেতা কামাল হোসেন(৩৭) খুনের ঘটনা ঘটেছে। ১৮ জুন গভীর রাতে স্থানীয় রাজপুর এলাকার শাহবাজপুর-বড়লেখা সড়কের পাশে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যা করে ফেলে রেখে যায়। পরদিন ভোররাতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় নিহত কামালের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়৷ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য প্রেরন করে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা নিয়ে জনমনে নানান গুঞ্জন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবলীগ নেতা জানান, শাহবাজপুর বাজারের ইজারার টেন্ডার নিয়ে কামাল হোসেনের সাথে যুবলীগের অপর একটি গ্রুপ দেলোয়ার গ্রুপের সাথে দ্বন্ধ চলছিল। ইতিমধ্যে গ্রুপদুটি বেশকয়েকবার সংঘাতেও জড়িয়েছিল। এই ঘটনার রেশেই কামাল খুন হয়ে থাকতে পারেন বলে মনে করছেন ঐ যুবলীগ নেতা।

এদিকে নিহত কামালের চাচা তমসির আলী তমন বাদী হয়ে ১৮ জুন ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, জামিল আহমদ(৪২), জিয়াউর রাহমান(২৭), আসুক উদ্দিন(৩৪), জুবের আহমদ(২৭), রুবেল আহমেদ(২৯), মাসুদ আহমদ(৩০), ও আব্দুল কাদির(২৬)।

বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সহিদুর রহমান মামলার সত্যতা স্বীকার করে বলেন দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত আসামীদের গ্রেফতার ও সুষ্ট তদন্তের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করা হবে।