৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৪ অক্টো ২০২৪ ১০:১০
স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত চট্টগ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. পালিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) মাদ্রিদের বাঙালী অধ্যুষিত লাভাপিয়েস প্লাজার একটি রেস্টুরেন্টে মাদ্রিদের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
মিলাদুন্নবী মাহফিলে মিলাদ পাঠ করেন হাফিজ মাহতাব মস্তোফা এবং মোনাজাত পরিচালনা করেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদের ইমাম মাওলানা গাজী মুবিন।
চট্টগ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বেঙ্গল , বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব মো. দুলাল সাফা, এস এম বদরুল হক মিল্লাত, ইমরান বিন বদরী, মো. সেলিম,
বাবুল চৌধুরী, মো: রিপন, কুতুব উদ্দিন , লোকমান হাকিম ,নিপু চৌধুরী, মুন্না চৌধুরী, কাজী পারভেজ , সরোয়ার হোসেন ,মো:জয়নাল , মোর্শেদ আহমদ , মঞ্জু , মো: হাসান আহমেদ , মোস্তাক আহমেদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন— জাকির হোসেন ,শাহ আলম , ঈসমাইল হোসেন, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আবু বক্কর, মাওলানা আবুল কালাম শিবলু, ক্বারী আতিকুর রহমান, হাফিজ সাইদুল ইসলাম, ক্বারী আব্দুর রউফ, বেলায়েত হোসেন, রফিক হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১