এমডি-এমএস রেসিডেন্সির ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর

প্রকাশিত:রবিবার, ০৬ অক্টো ২০২৪ ১২:১০

এমডি-এমএস রেসিডেন্সির ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনে এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর।

শনিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের মার্চ ২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

শিগগিরই এই ভর্তি পরীক্ষার সময়সূচি এবং বিষয় সংক্রান্ত বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকার মাধ্যমে অবহিত করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ সংক্রান্ত আরও সংবাদ