৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ০৬ অক্টো ২০২৪ ১২:১০
কানাডায় কবি আসাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ৪ অক্টোবর টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে মাল্টিকালচারাল ফিল্ম মিলনায়তনে আলোচনা, আবৃত্তি, গান পরিবেশনা করে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
হিমাদ্রি রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, এনায়েত করিম বাবুল, আমিনুল ইসলাম খোকন, মনিস রফিক, শেখ শাহনওয়াজ, বিদ্যুৎ সরকার, আহমেদ হোসেন, মৈত্রী দেবী, কবির কন্যা শাওলী, কবি পুত্র আসিফ চৌধুরী প্রমুখ।
বক্তারা কবি আসাদ চৌধুরীর কবিতা এবং তার দীর্ঘ সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় কবি কন্যার মর্মস্পর্শী স্মৃতিচারণে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
গত বছর ৫ অক্টোবর অটোয়ায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন কবি আসাদ চৌধুরী। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১