৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ০১ জুন ২০২৪ ১২:০৬
নিউজ ডেস্ক: বিষয়টি পরীমণি নিজেও স্বীকার করেছেন। তিনি বলেছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছেন। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন।
কেন এসেছেন জানতে চাইলে এই নায়িকা জানান, ‘আমার বাসায় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। সেগুলো এসে নিয়ে গেছে। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। এই আর কি।’
রাজের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নে পরী বলেন- ‘না, তেমন কোনো সুযোগ নেই। তবে বাসায় ঢুকতে চাইলে তো আর না করতে পারেনি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা। তবে তার প্রতি আমার ঘৃণা রয়েছে। সে আমার জীবনে অতীত।’
রাজকে নিয়ে নিজের এমন পরিষ্কার অবস্থানের পর শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যজনক এক স্ট্যাটাস দিতে দেখা গেছে পরীমণিকে।
যেখানে কারো নাম উল্লেখ না করেই তিনি লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়।’
নির্মাতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)’ জবাবে পরী বলেছেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে- কত বড় নিমকহারাম!’
নিজের স্ট্যাটাসে কোথাও রাজের নাম উল্লেখ না করলে নেটিজেনরা মনে করছেন, রাজকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছেন পরী। কারণ সম্প্রতি নিজের প্রাক্তনকে জড়িয়েই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
অন্যদিকে পরীমণির প্রতি শরিফুল রাজেরও ইতিবাচক মনোভাব দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকাকে নিয়ে নায়ক বলেছেন, ‘অনেক মায়েদের পরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে।’
এদিকে পরীমণির সেই মন্তব্যের পর ভক্তদের মনেও নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ‘কার বিয়ের খবর ঢেকে রাখার কথা বললেন পরী? তাহলে কী শরিফুল রাজ আবারও বিয়ে করছেন?’
সম্প্রতি পরীমণিকে নিয়ে শরিফুল রাজের সংবাদের শিরোনাম হওয়া, তাদের সম্পর্ককে ঘিরে নতুন গুঞ্জনের সৃষ্টি হওয়া, সবকিছু মিলিয়ে নায়িকার মন্তব্য এই নায়কের দিকেই ইঙ্গিত করছে।
এছাড়াও সম্প্রতি সময়ে ঢালিউডের এক নায়িকার সঙ্গে শরিফুল রাজের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। তাদেরকে একসঙ্গে বিভিন্ন স্থানেও হাজির হতে দেখা যাচ্ছে। পরীর স্ট্যাটাসের পরে সেই বিষয়গুলোও নতুন করে আলোচনায় আসছে।
যদিও তারকাদের গোপন বিয়ের বিষয়টি ঢালিউডের জন্য নতুন কিছু নয়। অনেকেই ক্যারিয়ারের কথা চিন্তা করে কিংবা কোনো সম্পর্কে থেকে গোপন বিয়ে করে ফেলেন। রাজের ক্ষেত্রেও এমনটা হয়েছে কি না সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হবে।
পরীমণির স্ট্যাটাস, বিয়ে নিয়ে শরিফুল রাজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১