৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ০৭ অক্টো ২০২৪ ০১:১০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও সংক্ষিপ্ত স্মরণ সভা করেছে জবি শাখা ছাত্রদল।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মৌন মিছিল শুরু করে শান্ত চত্বরে এসে সংক্ষিপ্ত সভা করে।
সংক্ষিপ্ত সভায় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র, বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই।
আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোনো আবরার ফাহাদের যেন অকাল মৃত্যু না হয়, কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে যেন আর কোনো ফাহাদকে খুন হতে না হয় আজকের এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, সুস্থধারার রাজনীতি চর্চায় বিশ্বাস করে,ফ্যাসিবাদের দোসর ব্যতীত সকল প্রগতিশীল ছাত্রসংগঠনের সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সহ-সভাপতি আজিমুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ শতাধিক নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১