বাতিল হচ্ছে সচিবালয়ে রাজনৈতিক বিবেচনার পাশ

প্রকাশিত:শনিবার, ১২ অক্টো ২০২৪ ১০:১০

বাতিল হচ্ছে সচিবালয়ে রাজনৈতিক বিবেচনার পাশ

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা পাশ বাতিল করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৪৫০ জনের পাশ বাতিল করছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, যাদের পাশ বাতিল হচ্ছে এদের সবাই আওয়ামী শাসনামলে বিভিন্ন পদবির নেতাকর্মী ছিলেন। ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নামও রয়েছে এ তালিকায়। এ ছাড়া আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ঠিকাদারি ক্যাটাগরিতেও এতদিন এসব পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন।

জানা গেছে, চলতি সপ্তাহেই এসব পাস বাদ দেওয়া হবে। একইসঙ্গে কালো তালিকাভুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এদিকে গত ৫ আগস্টের পর কড়াকড়ি আরোপ করা হয়েছে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে। যুগ্মসচিব থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের পাস ইস্যু করার ক্ষমতা থাকলেও সেটি শিথিল করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ