ইসির নিবন্ধন প্রথা বাতিল চাইলেন সাবেক শিবির সভাপতি

প্রকাশিত:শনিবার, ১২ অক্টো ২০২৪ ১০:১০

ইসির নিবন্ধন প্রথা বাতিল চাইলেন সাবেক শিবির সভাপতি

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা বাতিল চেয়েছেন সাবেক শিবির সভাপতি ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শিরোনামে সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন।

বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারে নয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছি। সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক ভোট চেয়েছি আমরা। জনগণের প্রতিনিধিত্বশীল নির্বাচনের জন্য সংবিধানে সংশোধন এনে তত্ত্বাবধায়ক সরকারের ফেরত আনার কথা বলেছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে জনগণের কাছে গুরুত্ব পেয়েছে।

নির্বাচন কমিশনের নিবন্ধন প্রথা বাতিলের পাশাপাশি একাধিক দিনে নির্বাচনের দাবি তুলে তিনি বলেন, ডিজিটাল মেশিন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবস্থা বাতিল করতে হবে। সরকারি চাকরিজীবী চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে ভোট করতে পারবেন না। স্থানীয় সরকারের দলীয় প্রতীক প্রথা বাতিল করতে হবে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, কমিশন নিজেই কমিশন। বদিউল আলমকে সরাসরি প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দিলে পারতো।

সংস্কার শব্দটা বড় করে দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি যে কাঠামো আছে এগুলো ব্যবহার করে স্বচ্ছ নির্বাচন করা যায়। প্রার্থীরা পছন্দের ডিসি এসপি নেওয়ার জন্য তদবির করে।