জার্মানিতে ছুরি হামলায় পুলিশসহ ছয়জন আহত

প্রকাশিত:শনিবার, ০১ জুন ২০২৪ ১২:০৬

জার্মানিতে ছুরি হামলায় পুলিশসহ ছয়জন আহত

নিউজ ডেস্ক: জার্মানির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ম্যানহেইম শহরের একটি শপিং সেন্টারের চত্বরে ছুরি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এতে একজন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে একজন স্থানীয় ইসলাম–বিরোধী আন্দোলনকারী রয়েছেন। তাঁর নাম মিখায়েল স্টিরজেনবার্গার। ওই সময় তিনি সেখানে একটি সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন।

ইউটিউবে একটি লাইভ সম্প্রচারে হামলার পুরো চিত্র ধরা পড়েছে। এতে দেখা গেছে, হামলাকারী ছুরি হাতে একজনকে আঘাত করছেন। তখন একজন পুলিশ তা ঠেকাতে গেলে তিনিও আহত হন। ওই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

এর পর অন্য একজন পুলিশ সদস্য হামলাকারীকে গুলি করেন। এতে হামলাকারীও আহত হন। তবে তাঁর নাম–পরিচয় জানানো হয়নি।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ হামলার ঘটনাকে ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন। এক এক্স বার্তায় ওলাফ শলৎজ বলেন, জার্মান গণতন্ত্রে সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।