গণমাধ্যমে বিভাজন দেশ ও জাতির ক্ষতি করেছে : সরোয়ার

প্রকাশিত:সোমবার, ১৪ অক্টো ২০২৪ ০২:১০

গণমাধ্যমে বিভাজন দেশ ও জাতির ক্ষতি করেছে : সরোয়ার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, গণমাধ্যম ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিগত দিনে গণমাধ্যমে বিভাজন দেশ ও জাতির ক্ষতি করেছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সরোয়ার বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমকে এগিয়ে নিতে আমাদের মিলেমিশে কাজ করতে হবে। রাজনীতিবিদ ও সাংবাদিক হাত ধরাধরি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনীতিবিদরা একসঙ্গে মিলেমিশে কাজ করবে। দেশ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। যেটুকু বাকি থাকবে সেগুলো নির্বাচিত সরকার করবে। ফলে স্বচ্ছ নির্বাচনের কোনো বিকল্প নেই।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে সভায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ছাড়াও বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।