ধুমপানমুক্ত স্বপ্নের নগরী মডেল উপস্থাপন করে শ্রেষ্ঠ আরবান স্কুল

প্রকাশিত:সোমবার, ০৩ জুন ২০২৪ ১১:০৬

ধুমপানমুক্ত স্বপ্নের নগরী মডেল উপস্থাপন করে শ্রেষ্ঠ আরবান স্কুল

নিউজ ডেস্ক: মেলায় প্রতিযোগিতার বিষয় ছিল: আধুনিক তামাকমুক্ত নগরের মডিউল তৈরি। প্রতিযোগিতায় ‘ধুমপানমুক্ত স্বপ্নের নগরী’ মডেল উপস্থাপনের মাধ্যমে প্রথম স্থানের গৌরব অর্জন করে আরবান স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে আব্দুস সোবহান মডেল হাই স্কুল ও তৃতীয় স্থান অধিকার করে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

প্রথম স্থান অধিকার করায় আরবান স্কুল অ্যান্ড কলেজকে পুরস্কার হিসেবে নগদ ৪৫ হাজার টাকা, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আরবান স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাহাবুব আলম রাসেল, অধ্যক্ষ সাইফুল ইসলাম মুবিন, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আলী সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানের আয়োজক ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাভার পৌরসভার মেয়র মো. আব্দুল গণি, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু প্রমুখ। শিক্ষক প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন আরবান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম মুবিন।

বক্তারা এসময় মাদকের কুফল সম্পর্কে তুলে ধরেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত ধূমপানমুক্ত রাখার প্রতি তারা গুরুত্বারোপ করেন। তারা ধামরাইকে তামাক ও মাদকমুক্ত রাখতে দৃঢ় মনোভাব প্রত্যয় করেন।

অসামান্য এই অর্জনে এক প্রতিক্রিয়ায় আরবান স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়াহিদুজ্জামান জানান, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ধামরাই-সাভারের মানুষের কল্যাণে এমন একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা যেখান থেকে শিক্ষার্থীরা শুধু ভালো সিজিপিএ নিয়ে বের হবে না, তারা স্মার্ট নাগরিক হিসেবে সমাজে আত্মপ্রকাশ করবে।