ঢাবির মধুর ক্যান্টিনে বিনামূল্যে ওয়াইফাইসেবা চালু

প্রকাশিত:বুধবার, ১৬ অক্টো ২০২৪ ০২:১০

ঢাবির মধুর ক্যান্টিনে বিনামূল্যে ওয়াইফাইসেবা চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে রাজনীতির আঁতুড়ঘর খ্যাত মধুর ক্যান্টিনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ছাত্রপক্ষের ঢাবি শাখার পক্ষ থেকে এই সেবা চালু করা হয়।

ওয়াইফাই স্থাপনকালে ছাত্রপক্ষের ঢাবি শাখার যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম, দেওয়ান রিজওয়ান, ইমন হোসেন, খালিদ হাসান, মিজানুর রহমান, সাদমান শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রপক্ষ ঢাবি শাখার আহ্বায়ক সাইফুল্লাহ জিহাদ বলেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ে আবাসন, মানসম্পন্ন খাবার, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ, চাকরির নিশ্চয়তার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলো শিক্ষার্থীদের অধিকার।

তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রপক্ষ ইতোমধ্যে ৬ দফা দাবি পেশ করেছে। আমরা শুধু কথায় নয় কাজে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা ও মধুর ক্যান্টিনে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ স্থাপন করেছি।

সদস্য সচিব জুবায়ের হাসিব বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকার আমাদেরকে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের গল্প শুনিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

তাই এই সরকারের প্রতি আহ্বান জানাব পুরো ঢাবি ক্যাম্পাসকে ইন্টারনেট পরিষেবার আওতায় নিয়ে আসার জন্য। প্রশাসনের সামান্য সদিচ্ছায় তা সম্ভব।

এ সংক্রান্ত আরও সংবাদ