১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ অক্টো ২০২৪ ০১:১০
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাতে পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, পাশাপাশি ঘরগুলো নির্মাণ করে বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মো. কবির হোসেন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনতে পান তারা। পরে ছুটে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান। প্রথমে একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা আরও ১৩টি ঘরে ছড়িয়ে পড়ে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এ.টি.এম মাহমুদুল হাসান বলেন, ভোর রাত ৪টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিয়ন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১